পরিচ্ছন্ন পোষাক- তলে
ক্ষুধার্থ এক হায়না।
যতই বলি-‘দূর হ শালা’
দূরে সেতো যায় না!


পেটের চামড়া পিঠে গিয়ে
ছুঁতে চায় শিড়দারা;
মনের মাঠে ধুষর স্বপন-
তবুও বাঁধন হারা!


কষ্ট-ক্লেশে দিন নিবারণ
ঠোঁটের কোণে হাসি;
মধ্যবিত্ত (!) সইছি নিত্য
ঝুট-ঝামেলার রাশি!


দুর্বিস্বহ যন্ত্রনাটা-
চেপেই রাখি বুকে
লোকে দেখে- মন্টু মিয়া
আছেন বেজায় সুখে!