ধর্ম কি হয় মানবতার বড়?
একই হাতের সৃষ্টি যদি সবে-
জ্ঞানাঙ্কের হিসেবটুকুই কর!


ভালোবাসা ধর্মেরই এক রূপ,
পবিত্র প্রেম স্বর্গ হতেই আসে;
পবিত্রতায় ক’জনে দেয় ডুব?


যেখানে নেই ভালোবাসার বাস,
ধর্ম সেথায় মৌলবাদের পুঁজি;
অনুসারী অন্ধ হলে ঘটে সর্বনাশ!