উদোম পাছার- ‘হাঁড়িচাঁছা’
মস্তো নেতা কালে-
কিক্ কিক্ কিক্ শব্দ করে
উড়ছে ডালে ডালে!


কখন যে কার পিঠে চড়েন
নেতাজী এক ফালে
অন্য পাখি ডাকা-ডাকি
করছেনা তাই হালে!


কেহ কেহ কাটাচ্ছে দিন
তাল মিশিয়ে তালে-
সময় হলে চামড়া ছিলে
খাবেন নুনে-ঝালে!


১৭/১১/২০২২ ইং তারিখে প্রকাশিত প্রবুদ্ধ কবি জনাব ফারহাত আহমেদ-এর কবিতা “চাঁদের টুকরা” মতামতের ঘরে আমার  তাৎক্ষনিক কবিতাটি প্রিয় কবিকে যথাযথ সম্মানের সাথে উৎসর্গ করা হলো।