যতোই আমায় মূর্খ বলো-
কিংবা গেঁয়ো চাষা,
আমি কিন্তু পড়তে পারি
তোমার চোখের ভাষা।
আনন্দ আর দুঃখ-শোকে
বলো না যা অন্য লোকে
নিজের ভিতর গোপন রাখো
মনের যতো আশা।।


অন্ধকারে আলোর প্রভা-
যায় কি চেপে রাখা?
তুমি-আমি এই তো দুজন
পাশাপাশি থাকা-
তবে কেনো এড়িয়ে যাও
ইচ্ছে হলে বেড়িয়ে যাও?
এসো দু’জন হয়ে থাকি
আদর সোহাগ মাখা!


# ২৪ মার্চ ২০২১ লালমনিরহাট।