(আসরের অন্যতম জনপ্রিয় কবি সঞ্জয় কর্মকার-কে উৎসর্গিত)


আ...রে...
কবিরা একটু পাগল পাগল হয়,
কবি হতে তাইতো আমার ভয়!
ভয়ে ভয়ে যাচ্ছি ক্ষয়ে রোজ
তবু করি সেই সাধনার খোঁজ।
খোঁজ কী সেটার খুব সহজে মেলে?
তবুও ছুটি সকল পিছু ফেলে।।
কেউবা হাসে, কেউবা বলে- "থাম!
ডুবাসনে আর কবি কুলের নাম!"


হা…হা…
নাম কুড়োতেই ঘাম শরীরে ছোটা,
রাতের বেলায় দেখি সূর্য ওঠা!
সেই সুরুজের আবার কী যে তাপ!
বলবো পাছে, আজকে বড়ই চাপ।
চাপ নিয়ে তাই চেপে গেলাম দূর
রইলো বাকি কথার সমুদ্দুর!!