মুড়কি


বাঙলা উনি বোঝেন নাকো
বোঝেন কেবল তুর্কি!
ক্যামনে এখন বোঝাই তাঁরে
পল্লী গানের সুর কি?


উর্দি পড়ে সুখের বাঁচন!
সবাই নাচি তুর্কি নাচন
ভাতের হাঁড়ি শূন্য বাঙাল
খাওরে...মুড়ি-মুড়কি*!


মুড়কি*>গুড় মাখানো ধানের  খৈ।


###রবিবার,১২ মার্চ ১৯৮৯,সংসদ ভবন, ঢাকা###