সভ্যতার নাব্যতা কমে গেছে খুব,
প্রতিদিন সেই জলে দেই তবু ডুব!
হাতে পায়ে সারা গায়ে পঙ্কিলতা-
এই নিয়ে কার সাথে বলবো কথা?


এই পারে আমি-তুমি, ঐপারে সে,
সকলের ক্ষীণ স্বর কার শোনে কে!
হৈ চৈ চেঁচামেচি আর কোলাহল-
কে নেবে দায়ভার? কার এতো বল?