নতুন মানুষ পাড়ায় এলে-
রাখুন তারে দৃষ্টিতে;
তাহার বলায়, এবং চলায়,
কর্ম এবং কৃষ্টিতে!


ভালো দেখলে ভালো কথা
দিতে পারেন স্বাধীনতা!
খারাপ দেখে ভিজবেন না-
মিষ্টি কথার বৃষ্টিতে!


পারুন যতো তাড়াতাড়ি-
জানিয়ে দিন থানা-ফাঁড়ি,
হতেই পারে জড়িত সে-
অপরাধের সৃষ্টিতে।।