মায়ের কাজের ফাঁকে-
নানা-বাড়ির গপ্পো খোকন-
শোনাচ্ছে তার মাকে!


“বাড়ির পাশে মস্ত পুকুর
হিজল গাছের সারি;
জলের তলায় রুই-কাৎলা
নাচন-কোচন ভারি!


মাছরাঙ্গা দেয় টুপ করে ডুব
দেখতে যদি ইসস্!
ফিঙে নাচে- গাছে গাছে ,
দোয়েল বাজায় শিস্।


ধান কাউনের গন্ধে ম ম
মাঠের পরে মাঠ,
কয়েক কদম এগিয়ে গেলে
ইছামতির ঘাট!


ঘাট পেরুলে দেখবে কতো
আকাশমণির বন,
সেথা যেতে প্রাণকি তোমার
হয় না উচাটন?


একটু বড়ো হলেই আমি-
যাবো তোমায় নিয়ে,
অবাক তুমি হবে-ই মাগো
নানার বাড়ি গিয়ে!!”