(এম,এ, সালাম(সুর ও ছন্দের কবি)-“কিছু জেনানার রুপ” কাব্যের
মন্তব্যে লেখা ছড়া। কবিকে নিবেদন করলাম)


নারী মাতা, নারী ভগ্নি
নারী ধাত্রি রূপ
নারী জায়া, নারী কন্যা
নারীর বহু রূপ!


রূপে হাসে জগৎ সংসার
সৃষ্টি সকল মূলে;
হয়তো বা কেউ বিপথগামী
কোন ছোট্ট ভুলে!


তাই বলে কি সকল নারী
সইবেন অপমান?
সকলেই তো নারী-মাতার
প্রসুত সন্তান !!