দুই-এ দুই-এ চার, আবার দুই দুগুণে- চার!
নকল গুরু ভজেই হলো আধেক জীবন পার!
         সামনে দোলে যমের রশি,
          হাতে পায়ে বাঁধবে কষি,
আসল গুরু খুঁজে নিবো নেইতো সময় আর!
জনম জুড়ে রইলো শুধু- ফাঁকি, বাকি, ধার!