অবশেষে চিনেছি। সে যখন যার তখন তার!
নিজেকে বদলায়-গিরগিটির মতো!


অথচ...
আমি আকাশ দেখে মুগ্ধ হয়েছিলাম!
অজান্তে কখন যেন-
শিমুল তুলো হয়ে দিগন্ত ছুঁতে চাইলাম।
চৈতালী বাতাসে ভর করে উড়ছিলাম ইচ্ছে মতো!
ভাবেছিলাম...নিয়তি সূঁতো ছিঁড়ে ফেলেছি এক টানে।।


সাদা মেঘগুলো ডেব ডেব করে দেখছিলো আমায়।
ডেকেছিলো। কিছু বলতে চেয়েছিলো ওরা।
আমার কী তখন অতো সময় ছিলো?
দু'দন্ড থেমে ওদের কথা শুনবো!


মেঘরা যখন অনেক দূরে।
শিশির আমায় ভিজিয়ে দিলো নির্লিপ্ত ভালোবাসায়!
আমি লুটিয়ে পড়লাম ধূলিমাখা ধরনীতে আবারও
নিয়তির তখন কী অট্ট হাসি...!