খোকা বড়ো আঁকিয়ে, সে-
আঁকছে নানা দৃশ্য
আঁকা দেখে বলছে সবে-
জয়নুলেরই শিষ্য।

গাছ-গাছালি লতা-পাতা
পাহাড় নদী ঝিল
আঁকছে খোকন বৃষ্টিস্নাত
স্বচ্ছ আকাশনীল।

একাত্তরের মুক্তিযুদ্ধ
বীরশ্রেষ্ঠ’র মুখ
শহিদ মিনার, স্মৃতিসৌধ-
স্বাধীনতার সুখ।

দুর্নীতি আর অপশাসন
দেখায় খোকার তুলি
হাতের কলম অস্ত্র যে তার
প্রতিবাদের বুলি!

চব্বিশের বীর শহিদও
যায় না আঁকা বাদ
নতুন রঙের স্বদেশ যেন
খোকার মনে সাধ।