আমও পাকে জামও পাকে
পাকে আতা কুল;
পেকেই নাকি সাদা হলো
ঠাকু’মায়ের চুল।


“যেই রঙটা চটেনা কো
সেই রঙটাও পাকা!”
সেদিনই তো বললেন এসে-
ধোপা মাধব কাকা!


পাকা রাস্তা দিয়ে চলে-
দামী মোটর গাড়ি,
যাদের আছে অঢেল টাকা
গড়েন পাকা বাড়ি।


খেলাধুলায় পটু যে জন-
পাকা খেলোয়ার!
একটি ছেলে ক্যামনে পাকে
বুঝ আসেনা তার!!


কাকা তবু পাকা ছেলে
বলে আমায় ডাকে!
কেমন করে পকলাম আমি
প্রশ্ন করি কাকে!