যেদিন পোয়াতি সময়ের কাছে জিততে জিততে হেরে গেলাম,
বুকের খাঁচায় পোষা ‘ভালোবাসা’ দাঁড়কাক হয়ে উড়ে গেলো!


আর ঠিক তখনই-
তখনই কে যেন যত্ন করে শিখিয়ে দিলো-কী করে-
পালিয়ে বাঁচতে হয়! কী করে পিছনে ঠেলে দিতে হয়
অসহ্য যন্ত্রনার অগ্নিকুন্ডকে!


এখন পালানোটাই আমার-চিরচেনা অভ্যাসের কৃতদাস!


আমি পালিয়ে বেড়াই- অন্ধকার থেকে  প্রগাঢ় অন্ধকারে,
পালিয়ে বেড়াই দায়িত্ব-কর্তব্যের সমস্ত জঞ্জাল থেকে!


আমার আশেপাশের কে কতটা-সোনালী রোদ্দুর মেখে-
এভারেষ্টের চূড়ায় আরোহন করলো-অথবা
কে বানের জলে ভেসে গেলো খড়কুটোর মতো
সেই হিসাব আর রাখিনা, রাখতে চাইও না,
ওতে আমার কিচ্ছু যায়-আসে না!


আমি পলাতক-
পালিয়ে পালিয়ে পঙ্কিলতার বুকেই করি সুখের আঁকিবুকি!
হোক সেটা অস্থায়ী, অবাঞ্ছনীয় অথবা অসভ্যতার চুড়ান্ত দলিল।।