কারবারে কারসাজি
দ্বি-মত বা নিমরাজি
আখেরাত সাধু-হাজি
-গচ্চা!
দুনিয়ার ধনজন
ভুলচুক অকারণ
আমলের খেয়া-মাঝি'
পচ্চা!


সামান্য ভুলে ভালে
ইবলিশী কর-তালে
সবকিছু গোলেমালে
পন্ড!
ওপারে- এপারে-
নির্বোধ ক্ষেপারে
বিবেকের ভুল চালে
ভন্ড!


তবু...হলে অনুতাপ
মনে যদি বাড়ে চাপ
আল্লা'র  কাছে মাফ
চান তো!
তিনি-ই রহমান
অসীম দয়াবান
মুছবেন যতো পাপ
জান তো?