কোকিল ছানা। ধিন-তা না না
কাকের বাসায় নাচে,
হা-মুখ করে পেটটা ভরে-
খোরাকটুকুন যাচে।


ব্যস্ত মাতা। চোখের পাতা-
সদা ছানার ‘পরে,
যাহা জোটে তুলছে ঠোঁটে
দিচ্ছে বাছার তরে।


আহা রতন। কতোই যতন
রাখে ডানার তলে,
রক্ষে করে বক্ষে ধরে-
রোদে- বৃষ্টিজলে।


ক’দিন গত। মায়ের মতো
ছানার অবয় না-রে!
"ডাকিসনে মা, যা খুটে খা"
মাতা-ই ঠোঁকে তারে।


০১ ফেব্রুয়ারী ২০১৮ লালমনিরহাট।