মন্দ হওয়ার ছন্দে যদি গন্ধে ভরায় আপনঘর;
মনটা তখন ঘন্টা বাজায় স্বজনটাও লাগে পর!
         যতই ছড়ান আতর-গোলাপ,
         মাথা কুটে-ই করুন প্রলাপ,
বুকের ভীতর নাচবে ইতর সুখ পালাবে তেপান্তর,
তাইতো বলি সমঝে চলি পায়না যেন ওসব ঝড়।।


নিজের ভালো জগৎ আলো থাকনা দূরে অন্ধকার,
দুঃখ শোকে খারাপ লোকে রাখবো সদা বন্ধ দ্বার,
            আমায় দেখে শিখবে তুমি
           তোমায় দেখে-ই মাতৃভূমি;
যুদ্ধ করে-ই সুদ্ধ হবো, ঢালবো নাগো রক্ত আর-
রক্ত বিহীন আনবো সুদিন পণটা শুধু হোক সবার।।