গুরুর ছলা-কলায় গলায় রশি;
রুদ্ধ দ্বারে অন্ধকারে বসি;
যতোই হিসেব কষি;
পাইনা উপায়-
শিকল দু’পায়,
আটকে গেছি আমি পরানযোশী!


ভুলে ভুলে-ই মূলের খবর নাই;
অন্ধকারে হাতড়ে যে বেড়াই;
কোথায় বলুন পাই?
কোথায় ওঝা?
শুধুই খোঁজা!
বিষে-মিশে থাকেন আমার সাঁই!