আমি এখন স্বপ্নচারী,
নিত্য যাবো তোমার বাড়ি।
ভালোবাসার উঠোনটাতে-
ফুল ছড়াবো সারিসারি!


একদিন ঠিক কপাট খুলে-
আসবে তুমি; মনের ভুলে,
ফুল কুড়িয়ে পড়বে খোপায়-
হয়তো পরম যত্নে তুলে।


সেদিন আমি কানাই হবো
বাঁশির সুরে কথা কবো
সেই দিনটির প্রতীক্ষাতেই-
হাজার বছর দাঁড়িয়ে রবো।


রচনাকাল : ২৭ মার্চ ২০১৫, লালমনিরহাট।