ফাগুন যখন আগুন হয়ে-
চুপিসারে হৃদয় পোড়ে,
তুমি কি হও উদাসীনি ?
স্বপ্ন খোঁজো কোথায় ওড়ে?


বুকের ভিতর জমাট বাঁধা
কষ্টগুলি আমি পুষি;
এসব আমার মানিক-রতন
নাড়িচাড়ি যখন খুশী!


বলতে পারো কই হারালো-
সেসব দিনের উচ্ছ্বলতা?
বন-বাদারের ঘোরন-ফিরোন
লতায়পাতায় কথা বলা?


লেখার ছুঁতোয় আঁকিবুকি-
অংক খাতায় ভূতের ছানা;
ভর-দুপুরে পাড়ায় পাড়ায়-
হয় কি আজো দস্যিপনা?


চৈতী ভাবির আঁচারগুলি-
কমে কি আজ রোদের তাপে?
নালিশ-শালিশ নিত্যদিনের
ভাবলে এখন পরান কাঁপে !


তোমায় নিয়ে ভাবনা অনেক,
সবচে বেশী এটাই ভাবি-
দুঃখ যেন তোমায় না ছোঁয়-
দখলে থাক সুখের চাবি।