দৌড়ে এসে দাঁড়ায় পথের বাঁকে
একটি ছোট মেয়ে;
আকাশপানে চেয়ে-
মনে হলো কাউকে যেন ডাকে!
রৌদ্র ছাওয়া আকাশ হঠাৎ-
কালো মেঘে ঢাকে!


এদিক-ওদিক মেয়েটা ঘোরায় দৃষ্টি!
কি অপরূপ শোভা,
ভীষণ মনলোভা!
অঝোর ধারায় নামলো হঠাৎ বৃষ্টি!
ভারি অবাক হলাম আমি-
দেখে মেয়ের কৃষ্টি।


মাকে ডাকি, বুবুকে ডাকি-আয়!
ঐ যে পথের বাঁকে-
দেখ্ ছোট্ট মেয়েটাকে;
ঐযে মেয়ে নেচে নেচে যায়!
যেতে যেতে একটু আবার-
পিছন ফিরে চায়!


মা ও অবাক, বুবুও অবাক- ‌‌'কই?'
বলেন একই স্বরে,
দু’চোখ বড় করে!
মেয়েটা তখন হারিয়ে যায় ঐ
দূরের বাঁকা পথে, আমি-
সেদিক চেয়ে রই!


বাইরে তখন বৃষ্টি গেলো থেমে!
ধান-কাউনের মাঠে
খেয়া পারের ঘাটে
ভর-দুপুরের রৌদ্র এলো নেমে!
আমায় ছেড়ে জ্বর পালালো-
গেলাম ভীষণ ঘেমে!