আমায় ডাকে-
ঐযে দূরের মাঠ;
মাঠ পেরুলে-
খেয়াপাড়ের ঘাট;
ঘাট পেরিয়ে-
একটি সবুজবন:
আমার বুকে-
জাগায় শিহরণ !!


আমায় ডাকে-
ঐযে আকাশ নীল;
ছবির মতো
শাপলাফোটা ঝিল।
ঝিলের জলে-
ডাহুক বকের দল
নিত্য করে-
মধুর কোলাহল।


আমায় ডাকে-
ঐযে দূরের গাঁও
গাঁও পেরিয়ে-
একটু যদি যাও
যেতে যেতে-
দেখবে কতো শোভা।
স্বদেশ আমার-
বড়ই মনলোভা!


মনলোভা-
দেশটা আমার আপন
তাঁর বুকেতে
সুখের জীবনযাপন
তাই তো আমি
দেশটা ভালোবাসি
তাঁর সাথেই
কাঁদি এবং হাসি!!