মা--মা--মা!
আমি এক অবাধ্য ছেলে শাসন-বারণ মানিনা!
কতো যে কষ্ট তুমি পেলে আমার কারণে জানিনা,
তবুও মমতা ভরে দু’হাতে আদোর করে-
মুছে দাও আমার ব্যথা-বেদনা।
মা--মা--মা!


মা--মা--মা!
খেলার ছলেও যদি ব্যথা পাই আমি
তোমার দু’চোখে মা জল আসে নামি
ব্যাকুল হয়ে আসো কোলে তুলে নিতে
মুর্হূতে চাও মাগো দুখ মুছে দিতে
তাই তো বলি মাগো এই পৃথিবীতে
কেউ নেই এমন- তোমার তুলনা!
মা--মা--মা!


মা--মা--মা!
অসুস্থ হয়ে আমি শয্যায় গেলে-
শিয়রে আমার মাগো আলোটুকু জ্বেলে
তুমি বসে থাকো এই হাতে রেখে হাত
আমার সেবায় কাঁটে দিন আর রাত
মৃত্যু ও মা তোমার সেকি টানাটানি
যমদূতই ফিরে যান শেষে হার মানি!
আনন্দে তোমার মাগো ভরে বুকখানি!
এমন দরদিনী কেউ হবেনা!
মা--মা--মা--