প্রেমিক নামের লম্পট,
স্বার্থ লুটে- চম্পট।
সম্পর্ক - ভোঁ-কাঁটা;
ফেঁসে গেছে- বোকাটা।


বাতাসে- ছড়ায় গন্ধ,
বলছে লোকে-মন্দ।
কেমনে হবে জীবনপার,
অভাগিনী-বোকাটার?


ক্রদ্ধ ভীষণ- সমাজপতি,
এই মেয়েটার নেইকো গতি।
ছাড়তে হবে- গাঁয়ের বাস,
নইলে সবার- সর্বনাশ!!


আছে বটে- একটি উপায়,
শক্ত করে- বেঁধে দু’পায়,
মারতে হবে- হাজার ঘা,
তবেই সুদ্ধ আপন গাঁ!!


রচনাকাল : ১১ মে ২০১৫,লালমনিরহাট।