এপাশ.
দুখের নদি, নিরবধি চলছি সাঁতার কেটে!
রোজ কোলাহল, রাবনেরদল থালাবাসন চেঁটে!
উপায় খুঁজি, বাড়াই পুঁজি, পথ মিলেনা সোজা!
কী সর্বনাশ! অজ্ঞাতবাস, চাঁপান ঋণের বোঝা!


ওপাশ.
জাতীয় ঋণে দিনে দিনে, উনি কলার গাছ!
বাড়ি-গাড়ি, কোরমা-কারি, পদ্মার ইলিশ মাছ!
ভৃত্য রেখে দেখেন চেখে -নিত্য নতুন স্বাদ!
সাধ্য কি আর আছে সবার ছোঁয় আকাশের চাঁদ?


১৪ মে ২০১৫, লালমনিরহাট।