এপাশ.
হলাম রাজি। জীবন বাজি ধরতে পারি চট্ করে।
কি আর করা প্রেমের মরা মরতে পারি ফট্ করে।
মনের ঘরে, বসত করে মনের খবর জানলে না।
দেহের আরাম, হালাল-হারাম কিচ্ছু তুমি মানলে না!


ওপাশ.
ফুলের কানে প্রেমের বানে তন্ত্র-মন্ত্র গান করে-
মধুর খোঁজে; সুযোগ বুঝে চুপিসারে পান করে!
বুক জুড়ালো, খেল্ ফুরালো; নতুন করে ছক কষে
নানার রঙে আপন ঢঙে উড়ে গিয়ে কই বসে!!


১৫ মে ২০১৫, লালমনিরহাট।