এপাশ.
দামি গাড়ি, ফ্লাট বাড়ি, ভোগ-বিলাসের আজ-
কোন কিছুর নেই তো অভাব, যেমন তিনি রাজ
বাপের বিত্তে তৃপ্ত চিত্তে ঢেঁকুর তোলেন রোজ!
বৃদ্ধ পিতায় আছেন কোথায় রাখেননা তাঁর খোঁজ!


ওপাশ.
বৌয়ের কাছে ছিলাম আপদ, ছেলের কাছে বোঝা;
বিষয়-আশয় সব ছেড়ে তাই বৃদ্ধাশ্রমেই সোজা-
এসছি চলে; স্মৃতি নিয়ে কাঁটছে এখন দিন!
চাইনা তবু- নাতির কাছে থাকুক বাপের ঋণ!