আমার দাদু- ভীষণ সাধু বাইরে থেকে
স্বার্থবাদ-  জিন্দাবাদ-  লুকিয়ে রেখে।
চাল-চলনে বাত বলনে- পর উপকার
বাস্তবতা ভিন্ন কথা, দেন না তো ছাড়!


সফেদ থাকেন কাঁদা মাখেন অন্য জনে
পরের কালি-  করতালি-  ধন্য মনে।
আমার দাদু- দেখান যাদু- নিত্য নতুন
সেই সুবাদে তোদের ফাঁদে তোরাই খুন!