তাক ধিনা ধিন,যাচ্ছে তো দিন-
সুখের খোঁজে;
আপনা এ হাত, হয় জগন্নাথ-
সবাই বোঝে!


জলটা না ছুই, ধরছি তো রুই,
যে যার মতো!
সুযোগ পেলে, পাঠাই জেলে,
ভাইকে কতো!


স্বার্থে ঝুলি, উপরে তুলি
চাই যে দয়া,
সময় শেষে  সাধুর বেশে-
কাঁশি -গয়া !!


০২ জুন ২০১৫, লালমনিরহাট।