মনের দুঃখ কইবো কারে- বিবি ছমিরণ
ইটের ভাটায় দিন-মজুরী পার হইলো জীবন!
কান্দে বিবি ছমিরণ!
কান্দে বিবি ছমিরণ!


চোখের জলে কাঁদা ভিজায়, কাপড় ভিজায় ঘামে!
এতো কষ্ট দিয়াও বিধি রইলা শুধু বামে।
কাইড়া নিলা একে একে প্রাণের প্রিয়জন।
কান্দে বিবি ছমিরণ!
কান্দে বিবি ছমিরণ!


সাজাইয়া ইট থরে থরে-
আগুন লাগায় তার ভিতরে।
কাঁচা মাটি পুইড়া পুইড়া হইয়া যায়রে লাল,
সেই আগুন জ্বালাইয়া বিধি রাখলা চিরকাল!
এতো জ্বারা দিবা যদি দাওনা ক্যান মরণ!
কান্দে বিবি ছমিরণ!
কান্দে বিবি ছমিরণ!


রচনাকাল : ০৫ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।