কোথায় যেনো বাজে বাঁশি করুণ সুরে;
মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে অনেক দূরে!
যেখানটাতে শৈশব আমার ধুলোয় লোটে,
সুযোগ পেলেই শহর ছেড়ে,মনটা ছোটে!


শাল-পিয়ালের ছায়ায় ঢাকা গাঁয়ের বাড়ি;
বাড়ির পাশে তাল-সুপারী গাছের সারি।
সারি সারি গাছে দোলে বাবুই বাসা
সারাটা দিন কিচির-মিচির ভালোবাসা।


চৈত্র মাসের ভর-দুপুরে সবাই মিলে-
নাওয়ার ছলে লাফা-লাফি পুকুর-ঝিলে।
বিকেল বেলায় কানামাছি, বৌছি খেলা;
ধুলো মেখে ঘরে ফেরা-সাঁঝের বেলা!


লক্ষ তারায় আকাশ ছাওয়া স্নিগ্ধ রাতি।
বাঁশ-বাগানে ঝোপের ভিতর জোনাক বাতি!
সবই এখন আমার স্মৃতির খড়ো খাতা,
সুযোগ পেলে উল্টে দেখি তারই পাতা!!


২৩ জুন ২০১৫, লালমনিরহাট।
----------------------------------------
১ম প্রকাশ : ‘লালমনির কাগজ’ ১৯/০২/২০২৩,লালমনিরহাট।