যেদিন আমার দমের মেশিন হবে গো বন্ধ,
তোমায় দেখার এই পোড়া চোখ হবে যে অন্ধ
এই চরণে ভর করে আর বলবো না গো এসে-
‘এজীবন কাঁটাবো বন্ধু তোমায় ভালোবেসে’!


ভালোবাসা মিছে আশা, আশায় বাঁধলাম বুক;
বুকে জ্বেলে তুষের আগুন-পালাইলোরে সুখ!
মনের কথা বলি যারে, সেইতো বোঝে ভুল_
আমার আশার ভাঙ্গা তরী, দেখলো নারে কূল!
অথৈ পাথারে- আমি কতো যে বেড়াই ভেসে?


জীবন ডালে সুখের পাখি বাঁধলো নারে বাসা!
তবু মিছে শূন্যে চেয়ে- পাখির করি আশা!
জানি পাখি জানি তুমি- ফিরবে কোন দিন,
চোখের জলে শোধ হবেনা তখন কোন ঋন!
ভালোবাসার এই পোড়া মুখ খুঁজবে বেলাশেষে!