এলো এলো এলো বর্ষার দিন।
চারদিকে জল,
করে টলমল,
নদী ছলছল,
টুটে শৃঙ্খল,
মেঘলা আকাশ নেই সূর্যের চিন!
এলো বর্ষার দিন।


ডাকে ভেক, ডাকে পানকৌড়।
উৎসব উচ্ছ্বাস,
সাঁতে বুনোহাঁস,
যায় ভেসে বহুদূর, হয় দৃষ্টির লীন!
এলো বর্ষার দিন।


পাতার আড়ালে বুলবুল লয় আশ্রয়।
ভিজে ভিজে কাকে-
বার বার ডাকে।
কদম ডালে ফোটে ফুল, লয়ে ঋন।
এলো বর্ষার দিন।


শিশু দল করে কোলাহল, বৃষ্টি ভিজে!
ধুয়ে যাক জড়া,
নব হোক ধরা,
চারদিক হোক ফুল ফসলে রঙিন!
এলো বর্ষার দিন!


রচনাকাল : ২৪ মে ১৯৮৭, জাতীয় সংসদ ভবন, শেরে-বাংলা-নগর,ঢাকা।