উদাস হাওয়া যখন তোমার উড়িয়ে নেয় চুল,
ভাবনা আমার সমুদ্র হয়, হারায় দিশা,কূল।
ভাল্লাগে না তখন কোন ছড়া-কবিতার বই,
ইচ্ছে করে- আমার তখন উদাস হাওয়া হই!


ডাগর চোখে যখন তুমি আকাশ পানে তাকাও,
সংগোপনে গোধূলী রঙ  অংগ জুড়ে মাখাও,
আমার তখন ভাল্লাগে না, কোন কথা কই,
ইচ্ছে করে- তোমার চোখে- আকাশ আমি হই!


পাশের বাড়ি বাগানটাতে হাজার কুসুম ফোটে,
তাইনা দেখে চাঁদের হাসি উপচে তোমার ঠোটে,
ভাল্লাগেনা তখন আমার-একলা এমন রই-
ইচ্ছে করে- তোমার ঠোটে ফুলের পরাগ হই!


বৃষ্টি অনাসৃষ্টি হয়ে, যখন ভিজায় গা,
বিব্রতকর তোমায় দেখি, মুখেতে নেই রা’
আমার তখর ভাল্লাগেনা, আকাশ দেখি ঐ
ইচ্ছে করে- আমিও গিয়ে আষাঢ়ে মেঘ হই!


রচনা: ০৪ জুলাই ২০১৫, লালমনিরহাট।