: ভালোবাসার এক বাবুইপাখি-
বুকের খাঁচায় আগলে রাখি!
নিত্য করি যতন!


: সুযোগ পেলেই খাঁচা খানা
ফেলে পাখি মেলবে ডানা-
স্বীয় স্বভাব মতন!


: এটা আবার কেমন কথা?
প্রেমটা খোঁজে স্বাধীনতা!
ভালোবাসা তো ভিন্ন!


: সেটাও বাঁধা সময়-ডোরে
বয়স বুঝেই স্বপন ওড়ে।
রয়ে যায় স্মৃতিচিহ্ন!


: দুরো মশাই! জনক-জননী
এই ভালোবাসা কভূ কমেনি
প্রমাণ আছে বিস্তর!


: শিশুকাল থেকে হয়েছো বড়,
নিজের খাতায় হিসেব করো,
দেখো কতো নড়বড়!


রচনা : ০৫ জুলাই ২০১৫, লালমনিরহাট।