যে কবি করেন বুকের  জমিনে শুধু স্বপ্নের চাষ,
চেতনার অসীম ক্ষমতা দিয়ে বছরের বারোমাস!
তাঁর কবিতারা নিভৃতে দেয় মনের দুয়ারে টোকা,
ইঙ্গিতে বলে- ‘আউল-বাউল থাকবি কেনরে বোকা!
উত্তাপ আর উদ্দীপনাটা নাই কিরে তোর মাঝে?
জেগে ওঠ তবে নতুন করে স্বদেশ গড়ার কাজে!
এই দেশে তুই নস মুসাফির হেয়ালে কাঁটাবি দিন,
তাহলে কিভাবে শোধ হবে বল মাতৃভূমির ঋন?
সম্মতি কেন চাইতে হবে? কেন দিতে হবে ডাক?
দরজায় কড়ানেড়ে কেন কবো জাগ সোনারা জাগ?’