আমাদের ছোটো কাকা বরিশাল থাকে।
রোজ রোজ এসএমএস করে তাঁর মাকে-
বাড়ির খবর কী? কেমন আছে রুবী?
বার্ষিকে তার নাকি হলো ভরাডুবি?


রোজ রোজ বলেছি  পড় ভালো করে;
আমার কথাটা বলো কে কবে ধরে?
পড়া ছেড়ে জলসায় সিরিয়াল দেখে-
নাটকের বড় বড় ডায়লগ শেখে!


মাথায় গোবর ভরা, নেই মোটে ঘিলু
ওর চেয়ে অংকটা বেশ বোঝে নীলু!
বয়স তো  রুবীর চেয়ে নীলুর অর্ধেক-
তবু কতো বলেছি- ওর কাছে শেখ্।


সকালে বিকালে বাড়ি, আত্মীয় এলে
মারতো সে  আড্ডা পড়ালেখা ফেলে!
ইশারায় তারে আমি বোঝাতাম কতো!
বুঝেও সে থাকতো অবুঝের মতো!


ফেল করে সে নাকি কেঁদেকেটে সাড়া?
দুই চোখ একেবারে গংগার ধারা?
লাভ কি তাতে বলো- উল্টিবে ফল?
অকারণে কেনো তবে এতো আঁখিজল?
তার চেয়ে বলো তারে- প্রস্তুতি ফের,
নিতে হবে সামনের; চাইনা এ জের!


(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমাদের ছোট নদী' কবিতার ছায়া অবলম্বনে)