হৃদয়ের তলে-দ্বীপ হয়ে জ্বলে,
       অতীত দিনের স্মৃতি;
              হাতছানি দিয়ে-ডেকে মোরে নিয়ে,
                    খেলাকরে সেই তিথি।


সব ফাঁকা করে-জনমের তরে-
        চলে গেছো তুমি দূরে;
                বোঝেনা ফাগুন, জ্বালাতে আগুন,
                     আসে তাই ঘুরে ঘুরে!


তারই আদরে, সবুজ চাদরে,
        বৃক্ষ লয়েছে রূপ;
                গুল্ম-লতায়, মনের কথায়,
                      কাছাকাছি তারা খুব।


বাতাসের গায়ে গন্ধ ছড়ায়ে-
        শিউলীরা হাসে বনে;
                ফাগুনের ধরা, এতো রঙ ভরা,
                       রঙ নাই তবু মনে!


কোকিলের ঠোটে, মধু হয়ে ফোটে,
         কুহু-কুহু সেই তান;
                  সকলই তো আছে, তুমি নাই কাছে,
                         করে শুধু অভিমান।


অভিমানী সুমি, বোঝলেনা তুমি,
         এই হৃদয়, অন্তর:
                 ভেংগে দিলে মম, বৈশাখী সম,
                        এতোদিনে বাঁধা ঘর।


কি ব্যথার ভার, পারিনা যে আর,
         সইতে হায় অবিরত!
                  পারো একবারে নিয়ে যাও তারে,
                         ধুইয়ে নদীর মতো!


জানি আমি এটা, পারবেনা সেটা,
         কেউ তো পারেনি কভূ;
                   সব ভালোবাসা বাঁধেনা বাসা,
                          হৃদয় বোঝেনা তবু।


শুধু বারবার স্মৃতি তোলপাড়,
         গহীন মনের ঘরে;
                   ভুলে যেতে চাই, পারিনা তো তাই,
                            তোমাকেই মনে পড়ে ।।