দোলন-
ঈদের খুশী আনন্দটার রেশ
হয়তো তোমার হয়নি আজো শেষ!
নদীর যেমন থাকে চলার ধারা
তেমনি থাকুক হৃদয় মাতোয়ারা
এই কামনাই করি চিঠির আগে
চলার পথে ঈদের পরশ-
নিত্য যেনো লাগে।


ভালো লাগার রঙটা গেলো ছেয়ে-
মন আকাশে, তোমার চিঠি পেয়ে!
চিঠি তো নয়, কথায় কথায় ছবি
দক্ষ হাতে আঁকা যেনো সব-ই!
হায়রে আমার ছোট্ট দোলন সোনা,
তোমায় নিয়ে বুকের মাঝে-
কতোই স্মৃতি বোনা!


মনেপরে ফুলের তোড়া হাতে
আমি সেদিন দাঁড়াই দরজাতে
কঙ্কন এসে ছোঁ মেরে লয় টানি
বলে-‘এটা আমার জন্যই জানি’
তুমি তখন না পাওয়া বেদনায়-
অভিমানে দ্রুত গিয়ে-
দাঁড়াও বারান্দায়!


আমিও গেলাম তোমার সাথে সাথে
বললাম-‘এনে দিবো তোমার হাতে
ফুলের গোছা আনবো যখন আরেক
বলতে সেটা হবেনা কো বার এক’।
অমনি তোমার আগুন নিভে পানি!
আমায় ছুঁয়ে ফোকরা দাঁতে
হাসলে অনেকখানি!