দোলন-
কষ্ট যারা রাখেনা কো মনে
দূর্বলতা আমার তাদের সনে
ধন্য আমি বোনটি এমন পেয়ে
তাইতো তোমায় ভালোবাসি-
আমি সবার চেয়ে!


মনে আছে যেতে নানার বাড়ী
শ্রীনগরটা পার হলো যেই গাড়ি
তুমি ছিলে বসা আমার কোলে
গাড়িটাও চলছে দুলে দুলে
দুষ্ট হাওয়া উঠলো হঠাৎ মেতে
তোমার পেটের ‘উল্টি’ নিলাম-
আমার দু’হাত পেতে?


আরো কতো স্মৃতি তোমায় ঘিরে
আমার মনের আঙিনাতে ফিরে
ভাবি- জীবন কেনো এমন তরো
শিশু থেকে মানুষটা হয় বড়!
বদলে জীবন বদলে আবার দিন
দিনে দিনে বেড়েই চলে ঋণ!
অতীত যেমন হোকনা বাঁকা সোজা
স্মৃতি কেবল বাড়ায় দুখের বোঝা
আমি কিন্তু বোঝা নিয়েই খুশী
যতন করেই ওসব স্মৃতি-
তাইতো বুকে পুষি!


বার-এ্যাট-ল’টা পাশ করলে পরে
গর্বে আমার হৃদয় যাবে ভরে
দোয়া করি আল্লাহ্ সহায় হোন
জ্ঞান-গরিমায় সবার সেরা-
হোক আমাদের বোন!


আর কী কথা? সব কথা তো ইতি
তোমার তরে রইলো অনেক প্রীতি
এবং বাসায় আছেন স্বজন যতো
ছালাম আদোর দিও শ্রেণী মতো।
চিঠি দিও আমার  চিঠি পেলে,
তোমার যতো খবর-সবর
লিখো ঢেলে ঢেলে!