যেমন :
ভাত সে তো ভাত, তার সমজাত
হয় কী মুড়ি চিড়ে?
পেটের ক্ষিদায় ভাত সবে চায়-
মনের বাসনা ঘিরে!


তেমন :
মা সে তো মা, তাঁর তুলনা
নেই কিছু এই ধামে
স্নেহ-মমতার অপার আধার
বাছার ডানে-বামে!


মাসি-পিসি খালা-ফুপু
মায়ের সমান নয়,
মা শুধু মা আর কিছু না-
মায়ের পরিচয়!


_________________
# ২৮ জুলাই ২০১৫, লালমনিরহাট।