*বাসন্তিকা__প্রেমের শিখা
জ্বাললো মনে টপকরে !
নিধি বাবু__ঢংগেই কাবু
ধরলো তারে খপকরে !


: বয়সে তুই__পনের ছুঁই
আমার বিয়াল্লিশ!
তাতে কী রে_মনটা ঘিরে
আছিস অহর্নিশ!


: কী করে হয়_লাগছে তো ভয়
আমরা ছোট জাত;
রাস্তা ঝেঁটে_ ময়লা ঘেঁটে
খাই দু’খানি ভাত!


: জাতে পাতে_জীবনটাতে
মিথ্যের ভেদ সব;
আমার কাছে_কেবল আছে
মানুষ অনুভব!
যেটাই চা’বি_সেটাই পাবি
সংসারেতে গেলে;
থাকবি সুখে_আমার বুকে
শুধুই হেসে-খেলে!


ঘুমের ঘোরে_স্বপ্ন ওড়ে
বাসন্তিকার মনে-
আঁধার রাতে_নিধির সাথে
হারায় সংগোপনে!
ভালোবাসা__সর্বনাশা
*নাইবা এলো ফাগুন
বন্ধ দ্বারে__অন্ধকারে-
লাগলো দেহে আগুন!


নেই কোন রব_আগুনে সব
পুড়ে যখন ছাই;
দু’দিন বাদে_বাসন’ কাঁদে
নিধির খবর নাই!!
_______________________________
# ৩০ জুলাই ২০১৫, লালমনিরহাট।