ভ-দিয়ে ‘ভয়’
        হয় পরিচয়-
                বয়স যখন কাঁচা!
ভয়ের সাথে-
        দিনে-রাতে-
                তাই তো এখন বাঁচা!


বলতো বাবা-
       ‍‍‍''আরে হাবা-
                 সোজা হয়ে দাঁড়া!
সারা জীবন,
         নইলে সুমন,
                  খাবি মোষের তাঁড়া!”


বাবার কথা-
        যথা তথা-
                 হয়নি পালন তাই;
দিনে রাতে-
        সাঁঝ প্রভাতে-
                 তাঁড়া-ই এখন খাই!


_________________________
রচনা : ১৮ ফেব্রুয়ারী ১৯৮৭, সংসদ ভবন, ঢাকা।
পরিমার্জন ও পরিবর্ধন : ০৫ আগষ্ট ২০১৫, লালমনিরহাট।