ঐ আকাশে__সূর্য হাসে-
আঁধারের নেই চিন!
বাজে ডংকা__নেই শংকা
এলো নতুন দিন।


সবুজ ঘাসে__শিশির হাসে
রাখাল বাজায় বাঁশি!
ধানের ঘ্রাণে__স্বস্তি প্রাণে
চলছে মাঠে চাষী!


ফুটলো কলি__জুটলো অলি
মেললো পাখি ডানা!
যতোই দূরে__যাকনা উড়ে
করবেনা কেউ মানা!!


বায়ূ শন্ শন্__সবুজের বন
দোলে দে-দোল দোল
সবার সেরা__মায়ায় ঘেরা
আমার স্বদেশ কোল!


স্বদেশ কোলে__মায়ের বোলে
হৃদয়ের গান গাই
জন্মে এসে__এমন দেশে
গর্বে’ সীমা নাই !


_________________________
রচনা : ০১ অক্টোবর ১৯৮৭, সংসদ ভবন,ঢাকা।
কাঁটাকুটি : ০৬ আগষ্ট ২০১৫, লালমনিরহাট।