এ জীবন যেনো এক ঝরাপাতা
এ হৃদয় যেনো এক শূন্য খাতা
কিছু নেই, কেউ নেই!
কেউ.....নেই, কিছু.....নেই!!


ফুটেছিলো মনে যতো আশার মুকুল
জানিনা তা কিভাবে যে-
হয়ে গেছে ভুল!
ক্ষত-বিক্ষত হই ফুলের কাছে আমি-
হাত বাড়ালেই!
কেউ.....নেই, কিছু.....নেই!!


যন্ত্রনা বুকে নিয়ে তবু আছি বেশ
তোমার অভিনয় করা-
হয়েছে তো শেষ!
জয়-পরাজয় তাই যা কিছু আমার-
থাক আমাতেই!
কেউ.....নেই, কিছু.....নেই!!