এ জীবন,  সেতো রঙ বদলায়  সময়ের  সাথে,
একাল-ওকাল সকাল-বিকাল সন্ধ্যা ও রাতে।
জন্ম! শিশুকাল বুঝিনি তখন মাকে ছাড়া!
কৈশোরে মন বড় উচাটন করে তাড়া!
যৌবনের মৌবনে অন্যজনের বাসা!
এরপর, বাঁধো ঘর  মনের  আশা!
জানের জান সন্তান ছেলেমেয়ে-
মনে সুখ ভরা বুক ঐ পেয়ে!
বংশধর__স্বনির্ভর__চাই!
যোগার-সোগারে হাঁপাই-
রাত-দিন সীমাহীন-
খাটাখাটুনী! ঋণ!
ঘনে পরপার-
নামে আঁধার,
দেহ-মন!
স্মরণ-
প্রভূ
ঐ!


# ১১ আগষ্ট ২০১৫, লালমনিরহাট, বাংলাদেশ।
________________________
দুটিকথা : কবি সৌমেন ব্যানার্জী তাঁর ‘অবলা’ কবিতায় আমার মন্তব্যের প্রতি-মন্তব্যে আমার কাছ থেকে এই ঘরনার (অবরোহী অষ্টাদশ) কবিতা চেয়েছেন! আমি অন্তমিলের কবিতা লিখতে ভালোবাসি। এখানেও সে প্রচেষ্টা করে গেছি। আপনাদের ভালো-মন্দ,দ্বিধা-দ্বন্দ প্রাণখুলে জানালে কৃতজ্ঞ থাকবো। ভুলত্রুটির সমালোচনা চাই। এই ধাঁচে আমার এই প্রথম কবিতাটি কবি সৌমেন ব্যানার্জীকে নিবেদন করলাম! ভালো থাকুন সবাই!