বড় সালা, ছোট্ট সালা
উদ্দিনও যোগ আছে।
বড় সালা লাল গুদামে
এখন কাপড় কাঁচে!


মানবতা__কথার কথা
একাত্তরের ইস্যু,
ট্রাইবুনালের জাজ যদি হন
প্রাণ দরদী যিশু;
অক্কা থেকে রক্ষা তবেই
ফুলের মালা গলায়,
বাকি জীবন *পাকি হয়ে-
রবেন চলায়-বলায়!


ছোট্ট সালা মেঘালয়ে
কাঁকড় খেয়ে এসে-
হাসপাতালে ভর্তি হলেন-
পেটের ব্যথায় শেষে!


ব্যক্তি’ চেয়ে দলটা বড়
দলের চেয়ে দেশ;
এইতো ছিলো মামের হুকুম
ছোট্ট নিরুদ্দেশ!
গুম করেছে ! খুন করেছে !
ইস্যু কঠিন গরম;
বানিয়ে বোকা দিলেন ধোকা
ছকটা ছিলো চরম!


চরম জিনিষ নরম হয়ে-
হঠাৎ গেলো গলে,
সামনে দিনের ইস্যুটা কী
ফন্দি আঁচল তলে!


( ইস্যু-২ প্রিয়কবি আরশাদ ইমামের আব্দারে রচিত ও নিবেদিত )


# ১২ আগষ্ট ২০১৫, লালমনিরহাট, বাংলাদেশ!