আজ আমরা গর্বিত হই-
বলতে বাংলাদেশী!
অথচ এই দেশটা পেতে,
আন্দোলনে তীব্র মেতে,
প্রচেষ্টা কার-
সবচেয়ে ছিলো বেশী?


তিনি আমাদের মহান নেতা,
জন্ম থেকেই স্বাধীন চেতা-
শেখ মজিবর রহমান!
এই বাংলার ফুল-ফসলে,
পাহাড়, নদী, সাগর জলে-
কান পেতে শোনো-
বাজে তারই গান!


তিনি ছাড়া পারেননি কেউ-
বলতে ওমন কথা;
‘যার যা আছে নিয়ে বেড়োও....'
আনবো স্বাধীনতা!
কে আর বলো পারেন দিতে
দ্বীপ্ত ওমন ডাক-
‘এই সংগ্রাম-স্বাধীনতার......'
জাগরে তোরা জাগ!