আমায় দেখে যায় কী চেনা?
আমি তো সেই তাঁর-ই সেনা!
যাঁর রক্ত-
লেগে আছে কপালে!


এই বাংলার আকাশ-বাতাসে-
যাঁর দ্বীপ্ত কন্ঠ ভাসে;
তাঁরে ভোলা-
যাবেনা কোন কালে!


তিনি এনেছেন পতাকাখানা,
স্বাধীনতার মুক্ত ডানা,
দেশ পেয়েছি-
তাঁরই মহান চেষ্টায়!


অথচ আমরা কেমন জাতি,
ঘোঁচালেন যে তিমির রাতি,
তাঁরই খুনে-
কলঙ্ক আঁকি শেষটায়!!